অভিমান করে যারা
ভালবাসে বেশি তারা ,
তাই তুমিও অভিমান করে
বোঝাতে চেয়েছ ভালবাস বেশি মোরে ।


আর থেকোনা অভিমান করে,
বুঝেছি তোমার ভালবাসা
রং মাখানো স্বপ্নের বাসা ,
তাই সবকিছু ক্ষমা করে
অভিমান ভুলে ভালবাস মোরে ।


জানিনা গো কি করে
রাগ ভাঙাবো তোমাকে,
যদি বকুল ফুলের মালা গেঁথে
পরিয়ে দেই তোমার চুলের খোঁপায়,
তবে সব অভিমান ভুলে-
ভালবাসবে কি এ বেলাই।


তাতেও যদি না হয় ক্ষমা,
আনব কিনে কক্সবাজার থেকে
সাদা শামুকের মালা,
পরিয়ে দেব তোমার হাতে
রং বে-রংয়ের বালা।


এখনো কি থাকবে অভিমান করে,
নাকি সমস্ত কিছু  ভুলে
হাতে হাত রেখে -
চলবে পথ আমার সাথে।

অনেক অনেক ভালবাসি তোমারে;
তাই অভিমান ভুলে ভালবাস মোরে ।