আজ কারো মন ভালো নেই
ঘনকালো শরতী রাত
মেঘে ঢাকা আধফালি চাঁদ
পুবালি বাতাস
ছলছলে জল কারো না,
কারো না!
বেহুদায় কেঁদে ওঠে আধফালি চাঁদ
লুকিয়ে থাকে ঘনকালো মেঘের আড়ালে
যেন কেউ না দেখে সে জল,
রাতের আধাঁরে নাবালিকার মতো
ডুকরো কেঁদে ওঠে শতবর্ষী বট,
পেয়েছে যেন ভীষণ ভূতের ভয়!
ডাহুক-চাতকেরা কেউ জেগে নেই
চারদিকে সুনসান নিরাবতা
তুমিহীন আমি জেগে আছি অশ্রুসিক্ত নয়নে।
......
আজ কারো মন ভালো নেই প্রিয়া,
ভোরের শিশির
সোনালি রোদ্দুর
গায়ের মেঠোপথ কারো না
কারো না!
আজকাল সময়অসময় পায়ে লেগে যায় শিশিরকণা,
ক্ষণেক্ষণে চোখ বুজে নেয় রবিও
অভিমানে ঝরে পড়ে বৃষ্টিকণা,
জল কাদায় মূর্ছা যায় মেঠোপথ
লোনা জলে আমি তৃষ্ণা নিবারণ করি।