আজও আমি আমার গলাকেটে মায়ের রক্ত খেয়েছি ,
খেয়েছি আমার মায়ের তাজা রক্তে ভেজা চিবুক খানি।  তারপর,
রাস্তা ঘাটে স্কুল মাঠে আমারই মায়ের শব
খন্ড খন্ড করে সাজিয়ে রেখেছি,
যেমনটা সাজিয়ে রাখে কোরবানীর জবাইকৃত গরুর মাংশ তেমনি।
কতটুকু নিচে নেমে গেছি আমি, কত অধঃপতিত আমার বিবেক!
এখন আমি আর আমাতে নেই,
আমি হয়েগেছি মনুষ্যাকৃতি শকুন।
রাস্তায় এখন আমাকে সবাই হিংস্র প্রাণী ভাবে,
যেমনটা ভাবি হায়েনাদের কে তেমনটা,
আমারই জন্য রাস্তাটাকে শাপদসঙ্কুল অরণ্য ভাবে,
আমারই মা আমার বোন।
আমাকে দেখে এখন সবাই ভয় পায়, যেমনটা ভয় পায় মুরগি তার সদ্য ফুটানো বাচ্চা নিয়ে , শতশত ফুট উপরে থাকা উড়ন্ত চিলকে দেখে তেমনটা।
আমাকে দেখে সুসংবদ্ধ জনতা ছিন্নবিন্ন হয়ে যায়,
যেমন করে ছন্নছাড়া হয়ে যায় চিলের আচমকা থাবায়  মুরগির বাচ্চদল তেমন করে,
তাইতো আমারই বাবা বেচেঁ থাকতেও,
আমিই সবার বাবা।
আমাকে জন্ম দিয়েও, বিপদাপন্ন আমারই মা