আলোকিত চাঁদে আলোর অভাব স্পষ্ট,
মনে হয় চাঁদের খুব ক্ষিদে পেয়েছে ;
কেউ কি আছেন এমন ?
চাঁদকে একটু আলো ধার দিবে।
আবছা আলোতে কিছু প্রেম খুনসুটি হয়, পথে
প্রান্তরে সেই প্রেম কাটকুট করে;
তারা এক প্রেমে দুই খন্ড কবিতা হয়!
এক খন্ড ভালবাসার ছন্দ লেখে,
অন্যটি কবিতার লালন সাঁই হয়!
কবিতার লালনে গীতি নেই,
শুধু হৃদয় নিংড়ানো প্রীতি আছে।
তবে আমি কোন কবিতার পাঠক হবো?