একটি আশায় অপেক্ষায় প্রহর গুনছে সবাই
দিনের পর দিন রাতের পর রাত ;
স্বভোজী থেকে সর্বভোজী
বিন্দু থেকে সিন্ধু পর্যন্ত
কেউই আর বাকি নেই কেউই
প্রতীক্ষিত মনের তীব্র আকাঙ্খার তৃপ্ত আকুতি ; একটি টিকিট চাই।
আমি একটি টিকিট চাই
যা আমায় কাটাবন পথ হেরে  
পৌঁছে দিবে শান্তির বাগিচায়।
অনুতপ্ত হৃদে আশার প্রদ্বীপ জ্বেলে
এনে দিবে আলোর প্রভাতী,
আনিবে আত্মসুখ করে পরাভূত
হিংসাত্মক মনুষ্যত্বের যত নিয়তি।
হে কৃপাময়ী, হে সর্বশক্তিধর,
তব তরে মোর এই মিনতি ;
করো আমায় মার্জনা
করোনা কভু ভর্ৎসনা
তব কৃপা হোক মোর নিত্যসাথী।
তুমি যত দন্ডন কর প্রদান এ জগতে
কভু সয়ে যাবো নির্দ্বিধায়,
তবুও এ অনুতাপীর একটি দাবি
তব শান্তিনীড়ের একটি চাবি চাই।