সুর তুই এতো উতলা কেন?
অযথা বাঁজিস!
এখন থেকে কোন গান হবে না,
দেখি তোর পতন ঠেকায় কে?
আমিও আজ হাল ছাড়বো না
কোমর বেধেই নেমেছি।
নিশ্চুপ রাত তুই থেকে যা
ওরা সব দুরে থাকুক,
তুই আর আমিই ঠিক।
বাকিসব ফালতুমি!
আর কিছুক্ষণ ধৈর্য্য ধর
চাঁদনি আলোর বিষফোঁড়া হয়ে
প্রেমহীন কবিতার রসায়ন করবো!