অনেক তো পেয়েছিলে, একদম আকাশ ছুঁয়ে ফেলেছো!
এবার বুঝ ছন্দপতনের কি জ্বালা?
একঘেয়ে জীবনের দাঁড় বেয়ে
নিজেকে ব্রহ্মপুত্রের পানির ন্যায় ভাবতে শুরু করেছিলে হে গণ্ডমূর্খ।
....।
হ্যা ,আমি তো ভুলেই গিয়েছিলাম যে, বাপের বাপ আছে!
ছন্দের পতন আছে!!
আমি যে এক গোমূর্খ;
আজ কেউ একজন এসে আমার ছানিপড়া চোখে আঙ্গুল না দিলে  বুঝতেই পারতাম না!
সত্যি তো ভাই তোমরাই জয়ী,
সকল সেরাদের সেরা।
আমরা তো ভাই কেবল ঝড়ে বক মরা!
এবার যদি অকালকুষ্মান্ডের মতিভ্রম ছাড়ে,
নতুবা কানে শিক ডুকালেও কাজ হবে না,
কথায় আছে না, "যার হয় না নয়ে,তার হয়না নব্বইয়ে,"
আমারও তাই।