আমি রাজপথের সৈনিক হতে চাইনি
একটি কবিতা লিখতে চেয়েছিলাম,
কেউ একজন পড়বে বলে ;
আমার শব্দগুলো হারিয়ে গেলো জনতার ভিড়ে,
তুমি ও তোমরা মিলে ধুমড়ে মুচড়ে ভেঙে দিলে বর্ণগুলোকে,
তবুও স্বাদহীন কবিতার আমসত্ত্ব বানিয়ে
আমি কৃষ্ণচূড়ার ন্যায় রাস্তায় বসে,
তুমি লাল দেখেছো কিন্ত মাল দেখোনি?
দুঃখ নেই! আমি তো জানি,
খাঁটি সোনার মূল্য কতখানি?
তুমি শোকের সাইরেন বাজালে
আমি নিভৃতে চোখ বুজলাম,
আমি রাস্তায় বিলবোর্ডে
তুমি রাজাসনে বসে।
হায় রে ড্রামা!
আর কত?
এভাবে কতদিন,
এইসব মনুষ্যত্ত্বহীন বৈশ্বিক চেতনার ছবি আঁকবে?
চোখের আড়ালে নিজেকে লুকোবে?
এইতো এখনই হয়তো শুনবো বেলা শেষের গান;
কতোটুকু পেলে কতোটুকু নিলে
তার খতিয়ান কেউ কি রাখবে?
তার থেকে বরং
এসো সবাই মিলে একটি কবিতা লিখি ;
তুমি ,আমি ও সে মিলে
রাজপথ-রাজ্য-রাজাসন মিলে।