অনেকদিন হলো সাগরের উত্তাল ঢেউয়ের শব্দ শুনিনা,
তারাও নাকি বনবাসী
তুষার পাহাড়ের একখানি বরফখন্ড!
উষ্ণ ঠান্ডায় পথ চলিতে কি যে আহা শান্তি!
কেপেঁ ওঠার ভয় নেই হিমালয় থেকে সুন্দরবন।

আমি বাঁধাহীন সর্বগ্রাসী হলেও
লেজহীন কুকুর নই!
সম্মান আমার কব্জির জোর যেটুকু গিয়েছে যাক
বাকি আছে যত সেটুকুও তো নেই তোর!


এদিকে আস্ত সূর্যকে গিলে খায় কথোকের দল
চোখগুলো আজ বড়ই ছানিপড়া!
দেখেও দেখেনা তারা
যা হওয়ার হয়ে যাক না,
তাতে কিইবা হবে আমার
আমি তো আছি বেশ সাথে নিয়ে নন্দিতা!


চিৎকার করে কান ফাটাতে পারেনি পথভ্রষ্ট মানবতা
এখনো কান্নার জলে সাগর গড়ার অবিরাম প্রচেষ্টা
তাতে হবে কি?
আমার আছে গর্দানকাটা অস্ত্র
যে পথে অশ্রু বের করবি সেপথে বের হবে রক্ত
অশ্রুপাথার হবে না সেথায় হবে  রক্তগঙ্গা!


তপ্তধূলিতে পদদলিত করে
চক্ষু লজ্জা
ঠাঠান শিশ্নের চরম উত্তেজনায়
খেয়েছে একই উদরের রক্তাক্ত চিবুক
নষ্ট করেছে গর্ভধারিণী জননীর সম্ভ্রম
শুনেছি, তারাও নাকি আশরাফুল মাখলুকাত ,
তারাই নাকি সৃষ্টির সেরা!


হিসেবে মিলিয়ে নেওয়া যত বোকামি
সত্যের মৃত্যু ঘটেছে বহুকাল আগে
এখন শুধু বেঁচে ক'খানি হাড় সমেত
মুমূর্ষু সততা!
বাস্তবতা  বলতে যা কিছু রয়েছে অবশেষ
তাই নাকি এ যুগের সভ্যতা!