দশের বিচার করিতে গিয়া,
হাঁপাইয়া উঠিল জজ।
বিশ্রাম করিতেছে মদ গিলিয়া,
নর্তকীর নাচে মজ।


ওরে,আড়ালে বদ,সম্মুখে সদ,
এই তোর কাজ?
ছাড় ভন্ডামি,যত লোক দেখানো,
সবি ছদ্ম সাধুর সাজ।


ফেরেশতা নই মনুষ্য মোরা,
পাপী নই কে বা আজ?
কাঠগড়ায় আত্মের বিচার,
নিজেই করি নিজেরটা তবে আজ।