(চট্টগ্রাম, ৭ ডিসেঃ, ২০২০-ইং)


সূর্যের আতুড় ঘরে জন্ম, তার জোয়ান হওয়া
কুজো হয়ে মুখ থুবড়ে পড়া, দিগন্তে মিলিয়ে যাওয়ার
ক্ষণ গুণে পড়ে
সময়মত বেজে ওঠে
বেলালের উত্তরসূরীদের অবিনাশী গান-
হাইআয়ালাস সালাহ, হাইআয়ালাল ফালাহ।


মাইকের ভলিউমে
ক্লাসিক এ গানের আওয়াজ মাইলকে মাইল শ্রোতা খুজে ফিরে
তবু দুনিয়া
এক ডাকিনীবিদ্যার বান মেরে  রাখে সব শ্রোতাদের।
মায়ার ধুপড়ি কাঁথায় মুখ গুজে
ঘুমে ভেবড়া ডেকে পড়ে থাকে
সব পথ ভোলা পাগলের পাল।


আল্লাহর ঘর খা খা পড়ে রয়, কুড়িয়ে কাড়িয়ে এক কাতার, আধা-কাতার সুর ভক্তদের নিয়ে চলে
নাজাতের কনসার্ট।