হবো আমি, পক্ষিকুলের পতি
উড়বো নঃভে, বেজায় হবে গতি
নিজ পক্ষে পারি দেবো হিমালয়
উচ্চ গগনে পাবো না কখনো ভয়।


হব আমি, শুন্য পথের রাজা
থাকবে না কেউ পাবে না কেউ সাজা
শুন্য রাজ্যে একলা কাটবে দিন
স্বর্ন-হিরক থাকবে মূল্যহীন।


হবো আমি, বর্ষাকালের নদী
সম্মুখ গায়ে তৃষ্ণা থাকে যদি
বাহিত করবো আমার শীতল স্রোত
আনবো সুখ, ধৌত করবো ক্রোধ।


হব আমি, সব দেখা দূরবীন
দেখবো সবই, সুখ, দুখ্ আর হীন
সাগর থেকে সমুদ্রের ঐ ঢেউ
চোখ থেকে মোর পার পাবে না কেউ


হবো আমি, ছদ্মবেশী কবি
কাব্য ভাষায়, আকবো মনের ছবি
ঘাতক যদি, করে অত্যাচার
কলম দিয়েই করবো তা প্রহার।


হবো আমি, ন্যায়বিচারের দন্ড
আমার দ্বারাই অন্যায় হবে খন্ড
অন্যায় করে, কেউ পাবে না পার
ন্যায়ের দ্বারাই করবো তা চুরমার।


হবো আমি, সোনার বাংলাদেশ
শান্তি যাহার একমাত্র উদ্দেশ্
শান্তি থাকবে প্রতি শস্য শীসে
সবাই সেথায় রইবে মিলেমিশে।। []