মাটিতে রসের কতোটা সাহস গাছেরাও জানে
গত বছরের বীজ দুই পাতা ছেড়ে জেগে ওঠে
ধান-চিটাগুলো অবহেলে পরে থেকে সবুজের
মিছিলে সরবে মিশে যেতে পারে মাটির দরদে।
এখানে হাজার জনতার মুখে অলিখিত গানে
সুর পায় ধ্বনি। নদীর কিনারা ধরে সেই ধ্বনি
ভাটিয়ালি নাম হয়ে মিশে যায় জনতার প্রাণে
কৃষকের বোধে ঠাঁই নিয়ে মিশে যায় ইতিহাসে।
এখানে অনেক রঙের মানুষ নিজেকে রাঙায়
সেই রঙে মাটি অযুত আলোয় গড়ে মায়াবন
হাজারো মাইল দূরের প্রবাসে এই মাটি স্মৃতি
হয়ে টিকে থাকে প্রবল বণিক ছেলেটির বুকে।
এই মাটি মায়া। এই মাটি প্রেম। এই মাটি সুখ।
জীবন সড়কে অবাধ অভাবে সুখের সুযোগে
এ মাটির টানে গোমরা মুখেও চওড়া হাসিতে
জেগে ওঠে শত মানুষের ঠোঁটে রসের চালান।
এখানে অলোক হিসেব-নিকেশ দ্বিধাহীন চলে
এখানের মাটি প্রেম ফেলে ফসলের কথা বলে।