বোবা কানা বধির
মিয়া সাইফুদ্দিন
তারিখঃ ০৫/৬/২০২৩


এই যে ভাই
চলছ কোথায়?
ডাকছি এতো শুনছো না যে?
তাই তো পিছন থেকে
হাত ধরেছি চেপে।


হাতটি ছাড়ো, লাগছে তো,
তাড়া আছে, গঞ্জে যাবো।
দাড়াওনা ছাই,
রাস্তা ভাঙ্গা,
সামনে তোমার বড় খানা,
দেখতে পাওনা?
চোখ কি কানা?
ডাকছি আমি শুনতে পাওনা?
খেয়েছ কি কানের মাথা?


বলবো কী আর ভাই
যামানা আজ বদলে গেছে,
আগের মতো নাই।
হাটে মাঠে রাস্তা ঘাটে
অনিয়ম যে নিত্য ঘটে,
ইয়ত্তা তার নাই।


সম্পদের লোভে আর
ক্ষমতার মোহে,
মানবতা বন্দি আজি
বিচার কাঁদে জেলে,
পাতিনেতার ছড়াছড়ি
চলছে শুধু চাঁদাবাজি,
মারামারি হানাহানি
ছিনতাই রাহাজানি,
অত্যাচার অনাচার
মজলুমের হাহাকার
আজ নৈমিত্তিক ব্যাপার।


রাস্তা ঘাটে হাঁটতে দেখি
বেপর্দায় চলছে নারী
লজ্জা শরম নাই,
দেখে শুনে মনটা বিষে
জর্জরিত তাই।


হরহামেশা বেফাঁস কথা
শুনলে করে মাথা ব্যাথা।
পরিবর্তন করবে যারা
তাঁরা এখন বিবেকহারা
আমি মানুষ ছোট্ট অতি
নেইতো আমার কোন গতি।


আসল কথা বলছি খুলি
চোখে আমি পরছি ঠুলি
কান রেখেছি তুলো এঁটে
সেলাই দিছি দুইটা ঠোঁটে,
বোবা, কানা, বধির হয়ে
আছি এখন নিরাপদে।