দিনে রাতে ঘষামাজা চেহারাটা করতে সাদা
করলে জীবন মাটি,
হোমিওপ্যাথি, এ্যলোপ্যাথি, হাবিজাবি কী থেরাপি
বিফল শেষে ধরলে বনজ,
হারবালেতে হয় যদি কাজ,
নিত্যদিনের নিত্য জোগাড়, তৈরিতে হয় বন যে উজাড়,
পাটা-পুতায় ঘষাঘষি, কত কী যে বাটাবাটি
মেনু বদল রাতারাতি, ভুল ত্রুটি হয় ফাটাফাটি,
আজব খেলায় সারাবেলা চলছে মাতামাতি,
পাড়া পড়শী গিন্নি সবে, দফায় দফায় মিটিং বসে,
ঘরকন্নায় নেই মনোযোগ, বাচ্চা কাচ্চার রাখেননা খোঁজ,
রান্না বান্না হয়না সময়মতো।
কর্তা মশাই অখুশি নয়, গোপন কারন হলো,
গিন্নী থাকেন ব্যস্ত সদাই, হরহামেসা ঝগড়া-লড়াই,
নেই তো সময় - অতো।
ছেলে মেয়ে যে যার মতো সামনে যা পায় তাই খেয়ে নেয় কয়না কথা কোন,
কথা বলতে বিপদ আছে পিঠ বাঁচিয়ে চলো।
কী যে সময় এলো রে ভাই, মাখামাখির দিন,
রূপচর্চায় সময় কাটায়, সংসারে দুর্দিন।


২৬ সেপ্টেম্বর ২০২২
মিরপুর, কুষ্টিয়া