অন্ধকারের বন্ধ দুয়ারে
আঘাত হানিয়া যবে, এসেছিলে ভবে,
কাঁদিয়া প্রতিবাদ করেছিলে তুমি
মৃত্যুর পরোয়ানা সাথে এনেছি,
আসি নাই তো চীরদিনের ত্বরে।
মৃত্যুদন্ড ধার্য তোমার, রহিবে কন্ডেম সেলে।
ক্ষণ পরে সব ভুলিয়াছ তুমি,
ব্যস্ত দুনিয়ায় মিছে,
মৃত্যু তোমারে ভুলে নাই কভু
চলিতেছে পিছে পিছে।
রঙিন স্বপ্নে বিভোর তুমি, রঙিন দুনিয়ায়,
বিস্তির্ন জমিন, যত দুরে যাও মনে রেখো,
মৃত্যু তোমার পিছু ধায়।
সুন্দরী নারী, ব্রান্ডের গাড়ী মনের সুখে হাকাও,
গগন চুম্বি অট্টালিকায় রঙিন ফানুস উড়াও,
মনে রেখো মৃত্যুদন্ড কার্যকর হবে
পালাতে পারবে না কোথাও।
অপরের সম্পদ নিজের করেছ গায়ের জোরে,
সুদ ঘুষ খেয়ে টাকার পাহাড় গড়েছ যতন করে।
সবই রবে পড়ে, দন্ড তোমার কার্যকর করা হবে।
যেখানেই যাও,যত দুরে যাও,যমিনে কি আসমানে
মৃত্যু তোমার পিছু পিছু যাবে, ঠিক ঠিক পথ চিনে।