কপাল দোষে চেরাগ আলী
দুইটা বিয়ে করে,
ঝগড়া ঝাটি নিত্য সাথী
দুই সতীনের ঘরে।


ঈদের দিনে সকাল বেলা
তুচ্ছ কারণ লয়ে,
দুই সতীনে ঝগড়া লাগায়
সকাল যে যায় বয়ে।


ঘুম কাতুরে চেরাগ আলী
ঘুমের ঘোরে বলে,
চোর ঢুকেছে আমার ঘরে
মাল নিয়ে যায় চলে।


ছেলে মেয়ে কোথায় গেলি
লাঠি নিয়ে আয়,
জোরসে বাড়ি মারবো আমি
সিঁধেল চোরের গায়।


ঈদের বাজার যা করেছি
সব নিল যে চোরে,
আমরা কি সব চুষবো আঙ্গুল
বসে ঘরের দোরে?


এমন সময় দুই সতীনে
ঝগড়া ফেলে এসে
হইছে পাগল চেরাগ আলী
হাত পা বাঁধে কষে।