ও আমার পাড়া পড়শী প্রতিবেশী আত্মীয় স্বজন
মরণ হলে আমায় তোরা করিস না দাফন।
ও আমি কাটাইব কেমন করে কবরের জীবন,
মরণ হলে আমায় তোরা করিস না দাফন।


আমিও তো তোদের মত সংসারের একজন,
আমায় কেন আজকে তোরা করবিরে দাফন।
সারা জীবন ছিলাম তোদের কত যে আপন
আজ কেন রে আমার দেহে পরাইলি কাফন।
আমায় নিয়ে যাসনে তোরা করিতে দাফন।


আমার বাড়ি আমার ঘর
ছেড়ে যাব দু'দিন পর
ভাবিনিতো কোনদিনও আসবে রে মরণ,
আমায় নিয়ে যাসনে তোরা করিতে দাফন।


অন্ধকার কবরে যাব
একা একা কেমনে রব
নাই বিছানা নাইরে বালিশ করিতে শয়ন,
আমায় নিয়ে যাসনে তোরা করিতে দাফন।


এই দুনিয়ার মিছে মায়ায়
ছিলনা মন নামাজ রোজায়
দান করি নাই একটি টাকা থাকিতে জীবন
আমায় নিয়ে যাসনে তোরা করিতে দাফন।