জানিনা যে কেমন হবে
সে জীবন আমার,
রবে না দেহ রবে না গৃহ
প্রয়োজন নেই খাবার।


অস্তিত্ব আমার রবে কোথায়
আমি তো শুন্যময়,
রয়েছে কোথায় গেছে পূর্বে সবে
দেখা কি হবে?
কিভাবে হবে ভাব বিনিময়?


ভাড়া করা দেহ তরী
কতনা যতন করি,
নিত্য ধোয়া মুছা
নিত্য জ্বালানি
তবুও ছেড়ে যেতে হয়।


সেতো অনন্ত সময়
ফুরাবার নয়,
সে জীবন তরে
করেছ কি কিছু সঞ্চয়?
যেভাবে বলেছেন প্রভু দয়াময়?