একদিন মরণ আসিবে তোমার,
নিশ্চিত জেনে বুঝে,
কেমনে ভুলিয়া রংগে মাতিয়া
ছুটিতেছ কার পিছে।


দিন যে তোমার একে একে যায়
তোমার হায়াত থেকে,
ফুরিয়ে যাবে একদিন সব
কবর নিবে যে ডেকে।


যে কাজে তুমি এসেছ ভবে
ভুলেছ কি তাহা?
সম্বল কী করেছ তোমার
কবরে নিবে যাহা।


নামাজ রোজার ধার ধারোনাই,
সময় কেটেছে হেলায়,
কী হিসাব দিবে কবরে তোমার
ভেবে নাও এই বেলায়।


গরীবের হক্ক যাকাত মেরে
পাহাড় গড়েছ টাকার,
কখনো ভাবনি ছেড়ে যেতে হবে
রবে না কিছুই তোমার।


বিলাসী তোমার জীবন যাপনে
করেছ যে অপচয়,
কিঞ্চিত তার দান করিলে,
বেঁচে যেত অসহায়।


তোমার দুয়ারে সাহায্য চেয়ে
ফিরে গেছে অভাগায়,
তোমার যা কিছু সব পেয়েছ
তোমার প্রভুর দয়ায়।


তোমাকে সেবিতে, দিন কিবা রাতে
কত শত হতভাগা,
মাথার ঘাম পায়ে ফেলেছে,
হিসাব রেখেছে কে বা।


শ্রেণী ভেদাভেদ বিধাতা করেছেন,
তাঁর কুদরতের খেলা,
খোদার দয়ায় সম্পদ পেয়ে
গরীব করেছ হেলা।


দুর্বার ক্ষমতা তোমার, আকাশ চুম্বি অহংকার
জনতার ঘুম হারাম করেছে তোমার ভীতি সঞ্চার।
তোমার টেলিফোনে বাঘে আর মোষে
এক ঘাটে পানি খায়,
তোমার টেলিফোনে খুন করে খুনি
নির্দোষ প্রমাণ পায়।
কিন্তু বোঝনি হায়,
ক্ষমতা তোমার মরণের উর্দ্ধে নয়।
এমনি করে দিনগুলি তোমার
হয়তো পেরিয়ে যাবে,
কিন্তু সেদিন ধরা খাবে জেন
নিশ্চিত আখেরাতে।