চক্ষু মেলে আশপাশ, নিঃসীম দূর আকাশ
দৃশ্যমান যা দেখি নয়নাভিরাম
চির যৌবনা প্রকৃতির রুপ লাবণ্য সূধা
সবুজ বনানী, খোলা মাঠ দীগন্ত জোড়া
সাগরের উত্তাল ঢেউ, বিস্তির্ণ বালুকা বেলা,
পুর্ণিমার চাঁদ,
আমাবশ্যায় প্রজ্জলিত তারার মেলা
প্রশান্তি নেমে আসে, তোমারই দেয়া চোখে,
তোমার অপরুপ সৃষ্টিতে কতনা রুপের খেলা।
শুকরিয়া জানাই প্রভু তোমার দরবারে
তোমার দেয়া দুটি চোখে তোমার সৃষ্টি দেখা।


প্রকৃতির মিষ্টি মধুর সুর, খোলা হাওয়ার শন শন
পাখির কুজন, ভ্রমরের গুঞ্জন, ঝিঁ ঝিঁ র ঐক্যতান
বহমান শ্রোতশ্বিনীর ছলছল কলকল তান,
দুকান ভরে শুনি প্রাণের স্পন্দন, ভোরের আজান,
শ্রেষ্ঠ নেয়ামত তেলাওয়াতে কোরআন।
শুকরিয়া জানাই প্রভু তোমার দরবারে
ধন্য আমার দুটি কান তোমার করুনা ভরে।


হৃদয়ের অনুভূতি, প্রকাশিতে দিলে বাকশক্তি আমায়
তোমাকে ডাকিতে পারি, শত কোটি প্রণাম জানাই,
হৃদয়ের গভীরে উত্থিলিত বুদ বুদ তোমার মহিমায়
তোমার দেয়া ঠোঁটে ভাষা হয়ে ফোটে তোমার দয়ায়।
দিয়েছ মোরে বাকশক্তি, দিয়েছ ভাষা,
তোমার দরবারে জানাই কোটি কোটি শুকরিয়া।


তুমি দয়াময় তোমার দয়ায় তোমার সৃষ্টি বেঁচে রয়
দয়া কর প্রভু তোমার সৃষ্টি তোমারই দয়া চায়।


১০ অক্টোবর ২০২২
মিরপুর, কুষ্টিয়া