সংসার সুখের হয় রমনীর গুণে
প্রবাদটি গেঁথে আছে বাঙ্গালীর মনে,
আত্মতৃপ্তিতে রহে পুরুষ খুশি
সংসার ঝামেলা হতে নিয়েছে ছুটি।
নারী পুরুষ উভয় মিলে যেথা গড়ে সংসার,
সুখে রাখার দায়িত্ব কেন হবে নারীর একার?


নারী বোকা, খায় ধোঁকা কথাটা বিশ্বাস করে,
জীবন যৌবন উজাড় করে দেয়, পুরুষের ঘরে।
সংসার তরী হলে, নারী ধরে হাল
পুরুষ বৈঠা টেনে তুলে দেবে পাল
পুরুষ শক্তি হবে, সামনে যেতে তরী
নারী দূর্বল ধরিবে সে হাল, পথের দিশারী।
সংসার তরী চালাতে যদি, নারী হাল ছেড়ে
বৈঠা ধরে, বেসামাল হয়ে তরী, ডুবে অচিরে।


সংসারে ভূমিকা যার যেটা, পালিবে সৎ ভাবে,
একে অপরের মূল্যায়নে, কখনো কার্পন্য নহে
ধৈর্য্য ধর, আলোচনা কর, কোথাও দ্বিমত হলে।
ছোট খাটো ভুল হলে, ক্ষমা কর একে অপরে
মানুষ ফেরেশতা নহে, ভুল ত্রুটি হতেই পারে।


অপরের সম্মান রক্ষা কর, যেকোন পরিবেশে
তোমার সম্মান রক্ষা করতে সেও তৎপর হবে।
স্বামীর কাছে ছোট হলে সম্মান যায় না মোটে
স্ত্রীর কাছে কখনো নত হলে স্বামীত্ব যায় না চলে।


একে অপরের বোঝা পড়া নিয়ে সংসার করে দেখ
সুখ শান্তির অভাব হবেনাকো নিশ্চয় মনে রেখো।
নারী পুরুষের দ্বৈত প্রচেষ্টায় সংসার সুখের হবে
শীতল ছায়ায়, দখিনা হাওয়ায় প্রজন্ম সুখে রবে।


মিরপুর, কুষ্টিয়া