কান পেতে শোন ঐ শ্বাশ্বত বাণী
মসজিদ হতে আসে আজানের ধ্বনি।
নির্মল ভোরের আকাশ শীতল বাতাস
সপ্নীল আবেশে শীহর লাগি ওঠে রনি রনি।


কোলাহল জাগেনি এখনো ভেঙে নিরবতা,
শান্ত সৌম্য পরিবেশ করে ভোরের অপেক্ষা।


পূর্ব দিগন্তে সাদা সাদা রেখা মাঝে
লালিমার আভা
রাঙালো নতুন দিনের কপোলখানি,
নিভিয়ে তারার বাতি দিল ঘোষণা,
এসেছে নতুন সকাল নিয়ে প্রেরণা,
আকাশে বাতাসে খেলে কী শিহরণ,
স্বপ্নীল অনুভূতি হৃদয় ছোঁয়া।
আলো আঁধারের স্বপ্নমাখা চিত্র যেন
ভোরের ক্যানভাসে যতনে আঁকা।


বৃক্ষরাজি দাড়িয়ে সারি, এক পায়ে খাড়া
আগমণী গান গায় দুলিয়ে শাখা।


মোমিন মুসলমান শুনিয়া আজান
ছুটে যায় মসজিদ পানে,
নিশ্চয় নামাজ অতি উত্তম
তোমার ঘুম থেকে।


মিরপুর, কুষ্টিয়া