আপন হাতে রচিয়া আপন
দুঃখ সাগর নিজে,
হাবুডুবু খাই নিত্য সেথা
জীবন হলো মিছে।


বিধাতা আমার ভাগ্য গড়ে
দিলেন যতন করে,
আপনা ভুলে পাই যে আমি
কষ্ট জীবন ভরে।


ভোগ বিলাসে মাতিয়া মোহে
ছুটেছি অন্ধ হয়ে,
পরের সম্পদ লুটে নিয়েছি
হৃদয় কাঁপেনি ভয়ে।


হারাম হালাল করিনি যাচাই
খেয়েছি অকাতরে,
সামনে যখন এসেছে যাহা
নিয়েছি আপন করে।


অন্যের জমি দখল করেছি
বাহুর ক্ষমতা বলে,
অপরের মাল লুটিয়া নিয়েছি
নিত্য নতুন ছলে।


করি ক্ষমতার অপব্যবহার,
গড়েছি সম্পদ বেশুমার,
আজিকে সময় হলো যাবার
শুন্য দু'খানা হাত আমার।


জীবন সায়াহ্ণে বসি
তাওবা করিতেছি আমি,
মাফ কর দয়াময়
মম জীবনের যত পাপ।
মরণের পরে যেন
হয়না অনুতাপ।