নিরজনে নদীকূলে বসিয়া একাকী
ভাবিতেছি
জীবনের দেওয়া নেওয়া কী আছে বাকী,
মন বলে
পেয়েছি তাহা চেয়েছি যখন
সাজিয়েছি থরে থরে আপন ভুবন
পূর্ণ ঘর কোথাও শূন্যতা নাই,
ফিরে দেখি
আর নাই আপনার বসিবার ঠাঁই।


দেওয়ার খাতার শূন্য পাতা
করে উপহাস
ঘেঁটে ইতিহাস কিছু কি মনে পড়ে?
দিয়েছ কি কিছু কখনো অন্যের করে?
দিতে যদি যাহা ফিরে পেতে তাহা
তোমার নিদান কালে।


দূর পারে সূর্য ডোবে দিগন্ত রেখায়
এপারেতে আমি একা নদী কিনারায়
মাঝখানে জলরাশি অন্তিমে ধায়
ঢাকিছে তিমির চারিধার হলো একাকার
সময় হলো বুঝি আপনার ঘরে ফিরিবার,
শূন্য হাতে।


২২ জানুয়ারি ২০২৩
হাজারীবাগ, ঢাকা