আমার যোগ্যতায় আমি বিশ্বাসী
আপন যোগ্যতায় আপনা প্রকাশি।
চাহিনা তোষামোদে অযোগ্যতা ঢাকি
পবিত্র অঙ্গণে শুধু কলঙ্ক মাখি।


হীন স্বার্থে তোষামোদে যাহারা আজ
পবিত্র অঙ্গনে মাখে ধুলাবালি,
অচিরেই তাহা উড়িয়া যাইবে
তাহাদের মুখেই পড়িবে চুনকালি।


যুগে যুগে যাঁহারা এসেছেন প্রতিভাধর
যাঁহাদের পদচারণায় অঙ্গন হয়েছে মুখর,
প্রাতস্মরণীয়, গাহি তাহাদের জয়োগান
তাহাদের সৃষ্টি এ অঙ্গনে আজোও অম্লান।
আছে কি সৃষ্টি আজও তাঁহাদের সমকক্ষ?
তোষামোদে আজি
কিছু হাবিজাবি
নেই ভাষা জ্ঞান
না জানে বানান
শুধু তোষামোদে পাইকারি সনদ নিয়ে
কেহ হয় কবি, আবার কেহ মহাকবি।
পবিত্র অঙ্গন শুধুই করিতেছে কলঙ্কিত।