তুমি আমায় দুঃখ দিলে
দুঃখ আমার নাই,
আমার যাহা হাতের কামাই
দিচ্ছ তুমি তাই।
যত পাপ আমি করেছি প্রভু
মাফ করে দাও সবে,
খাটিয়ে সাজা নিষ্পাপ কর
যতদিন আছি ভবে।
কঠিণ হাশরে বিচারের মুখে
দাঁড়াতে নাহি চাই,
দুনিয়ার বুকে দাও সাজা মোরে
যতটুকু আমি পাই।
চক্ষু থাকতে অন্ধ থেকেছি
মিথ্যা এটা নয়,
লোভের পিছনে ছুটে ছুটে আমি
জীবন করেছি লয়।
তোমার দেয়া সরল পথে
কখনো চলি নাই,
শয়তান আমায় দিয়েছে ধোকা
বিপথে গিয়েছি তাই।
পাপের সাগরে ডুবেছি আজি
অথৈ গভীর জল,
দুনিয়াতে তাই ভোগ যে করি
আমার পাপের ফল।
জন্মেছি তাই মরতে হবে
আজ না হয় কাল,
দুনিয়াতে কেউ তো রবে না
বেঁচে থেকে চিরকাল।
জন্ম তোমার মৃত্যু তোমার
মালিক আমি নয়,
জন্ম মৃত্যুর মালিক তুমি
তোমকেই করি ভয়।
মাফ করে দাও আমাকে প্রভু
তুমি যে দয়াময়,
নিষ্পাপ করে কবরে নিও
যেদিন মরণ হয়।