এমনও সময় ছিল একদিন
অভুক্ত উদর মুখটা মলিন।
ছোট্ট কুঁড়ে ঘর
ছোট্ট পরিসর,
মা বাবা আর ভাই বোন নিয়ে
এক বেলা খেয়ে দুবেলা না খেয়ে
ছিলেম কাছাকাছি হৃদয় ছুঁয়ে ছুঁয়ে।
কী যে মমতা মাখা সুখ, ছিল অনাবিল,
আজও পড়ে মনে, নিরবে অশ্রু ঝরে,
ব্যাথাতুর হৃদয় হয়ে ওঠে নীল।
ত্যাগের মহিমায় উদ্ভাসিত চিতে
হৃদয়গুলিকে আরও কাছাকাছি
রেখেছিল একটি সুতোয় গেঁথে।


অভাবের সংসারে দাবি দাওয়া,
ছিল না খুব বেশি
একটি শার্ট আর দু'টো প্যান্ট,
সানন্দে দিন কাটিয়েছি,
দুঃখিনী মা আমার জন্মেছিল
এক সচ্ছল পরিবার,
কে জানিত কত দুঃখ লেখা
ছিল যে ভালে তার
শিশুকালে মা'কে হারিয়ে
সৎ মায়ের ঘর,
বয়স না হতে আপদ বিদায়ে
সৎ মা ছিলেন তৎপর।
গরিব ঘরে শিক্ষিত ছেলে পেয়ে,
বিয়ে দিয়ে হলো সফল,
অভাগী মা আমার মুক্তি পেয়ে
পরিল অভাবের শৃঙ্খল।


ছেলে মেয়ে স্বামী নিয়ে ছোট সংসার,
দৈনতা ছেপেছিল যে প্রশান্তি অপার
ছোট ছোট চাওয়াগুলো হয়নি পূরণ
সহমর্মিতার সুখে হাসিমুখে দুঃখ বরণ,
সোনার দিনগুলো আর নেই তো এখন।


আজকে সবাই প্রতিষ্ঠা পেয়ে যে যার মত চলে
সুতো ছেঁড়া হৃদয় মাল্য এখন যার যার গলে,
শুধু বিধবা মা নয়নের জলে বসে ছোট্ট ঘরে
এখনো হৃদয় মাল্য গাঁথার বৃথাই চেষ্টা করে।