উতলা এ মন কেন এত উচাটন
রহে আজি,
আসিবে কখন, সে মহা লগণ
ও চরণধ্বনি মম দ্বারে আসি
উঠিবে বাজি।
অন্তর মম রাঙিয়া উঠিবে
প্রকাশিবে উদ্ভাসি।


হৃদয় পদ্মে আসন পাতিয়া
দিয়েছি কুসুম দল
বক্ষে লভিয়া ধন্য চুমিয়া হবে
রাঙ্গা ও চরণ তল
পথের ধুলা ভিজিয়ে দিয়েছি
দুই নয়নের জলে
এসো হে প্রাণনাথ কুসুম মাড়িয়ে
বসিবে হৃদয় তলে।


তৃষিত মম হৃদয়াসন তুমি করিবে অলংকরণ
দলিয়া চরণ তলে,
শুষ্ক পল্লব শাখে নব জাগরণ উঠিবে আবার
ভরিবে ফুল ফলে।
সুর ভুলে যে বাঁশি থেমেছিল
হৃদয় দরিয়া কূলে
নব উদ্যমে ধ্বনিবে আবার
সুরের লহরী তুলে।
মরু ঝঞ্ঝায় পথ হারা পথিক
ত্যাজিলে সকল আশা,
তব আগমনে হৃদয় গগণে
জাগিবে পথের দিশা।
ঘোর অমানিশায় উত্তাল সাগরে
যে নাবিক পথ হারা,
তব আগমণে গগণ কোণে
জাগিবে যে শুকতারা।


মম দেহতরী মন করিয়া যতন
সপিয়াছি তব করে,
তোমার করুনায় পারে যদি যায়
না হলে ঠেকিবে চরে।