দেহের ভিতর থাকলে জীবন
কয় না মানুষ তাকে
মানুষ হয়ে জন্ম নিয়েও
পশু হয়ে থাকে।


লোভ লালসার মোহে পড়ে
মানবতা দলে,
ন্যায় অন্যায় চায় না যাচাই
ভরে নিজের থলে।


শাসন ত্রাসন যেথায় যেমন
অণুকূলে নিয়ে,
ভোল পাল্টে যায় নতুন দলে
অতিত ভুলে গিয়ে।


মানুষ বলি তারে আমি
মানুষ বলি তারে
নিজের স্বার্থ তুচ্ছ করে
পরকে দিতে পারে।


মানুষ বলি তাকে আমি
মানুষ বলি তাকে
মরার পরে বিশ্ববাসী
স্মরণ করে যাকে।


মাটির দেহে প্রাণ পাখিটা
যদি বসে থাকে
দেহ ছেড়ে উড়ে গেলে
শব বলে সব ডাকে।


দুদিনের এই দুনিয়ায় যে
রঙ্গ রসে মাতি
হেলায় ফেলায় দিন যে গেলে
আসবে গহীন রাতি।


ওরে মন কথা শোন
দুদিনের দুনিয়ায়
কিসের এত আয়োজন,
প্রাণ পাখিটা উড়ে যাবে
জানোনাই কখন।


দিন থাকিতে দীনের ভাবনা
ভাবো মনো দিয়ে,
আখেরাতের পারের কড়ি
সংগে যাবে নিয়ে।