বিলম্ব তোমার নয় যে শিথিলতা
বোঝেনা বান্দা কিযে তোমার ব্যকুলতা
পাপ করে যায় দুরে বান্দা তোমার
ছাড় দিয়ে থাক চেয়ে আশা ফিরিবার।


পাপের সাগরে ডুবে হাবুডুবু খায়
ছাড় দিয়ে তুমি বল আয় ফিরে আয়,
যে ফেরে সে যায় বেঁচে তোমার দয়ায়
ফেরে না যে অবশেষে পাপে ডুবে যায়।


আপন আমল করিয়া সম্বল
পার হবো যে তোমার বিচার,
দুরাশা এমন করিনা কখন
রহমত যদি না পাই তোমার।
আমি অসহায় তুমি যে সহায়
তোমা বিনা মোর নাহি যে উপায়,
সৃষ্টি কূলের প্রভু হে আমার বিভু
ভালো মন্দ সব তোমার ইচ্ছায়।
তোমার বিচারে ছাড়া পাব আমি
এমন সাধ্য আমার নাই,
হাশরের মাঠে তোমার আদালতে
বিচার চাই না আমি তাই,
তোমার রহমান নামের গুণে
মার্জনা করিও মোরে,
তোমার জন্নাত যেন পাই।