কবর একটা যবর আবাসন
নাই দরজা নাই বারান্দা
নাইরে বাতায়ন।
দিন থাকিতে ভাবরে মন
বসে নিরজন,
একদিন যে হবে রে তোর
কবরে শয়ন।


চার বেহারার পালকি করে
নিবে তোমায় গোরস্থানে,
পিছে পিছে যাবে তোমার
আত্মীয় স্বজন।
রেখে তোমায় একা ফেলে
সবাই তারা একে একে
হবে নির্গমণ।
একদিন যে হবে রে তোর
কবরে শয়ন।


নাই যে বালিশ নাই বিছানা
থাকবেনা পালং।
নাইরে বাতি নাইরে সাথী
মাটিতে শয়ন।
নাইরে পাখা নাইরে ফাকা
মাটির আচ্ছাদন।
একদিন যে হবে রে তোর
কবরে শয়ন।


সোনার দেহ ফুলে ফেঁপে
একদিন তা পড়বে ফেটে
ধরবে যে পচন।
চক্ষু দুটি কোটর হতে
বাইরে এসে পড়বে খসে,
থাকবে না লোচন।
একদিন যে হবে রে তোর
কবরে শয়ন।


পেটটি ফুলে ঢোল হবে তোর
ছিঁড়বে রে কাফন।
খুবলে খাবে সাপ বিচ্ছু
পারবেনা তো করতে কিছু
মুখে উচ্চারণ।
একদিন যে হবে রে তোর
কবরে শয়ন।


অট্টালিকায় থাক তুমি
নরম বিছানা,
গরম লাগলে এসি ছাড়
শীতল আস্তানা।
কোথায় পাবে এসি তোমার
কবরের জীবন।
দিন থাকিতে ভাবরে মন
বসে নিরজন,
একদিন যে হবে রে তোর
কবরে শয়ন।