দুর্ব্যবহার
শক্তি অপার ভেঙ্গে চুরে সব
করে চুরমার
পবিত্র যে হৃদয় খানা।
আদিকাল হতে দুর্বল চিতে
হানে যে আঘাত সবল জনা।


মসজিদ মন্দির যে যাই বলুক
হৃদয়ে যে সবার সর্বশক্তিমান
বিধাতার বসবাস,
দুর্ব্যবহারের শক্ত হ্যামার
হানি আঘাত গুড়িয়ে দেয়
সে মহান আবাস।


মজলুম চিতে যে আঘাত হানে দুর্ব্যবহার
আকাশ বাতাস অন্তরিক্ষ হয় একাকার,
গোস্মায় কাঁপে থরথর খোদার দরবার।


দুর্বল কিংবা ভদ্রতার বেড়ে আবদ্ধ হৃদয়
আঘাত যত পায় নীরবে যে সব সয়ে যায়,
রয়ে যায় ক্ষত
অক্ষত যথাযথ।
বুকের আঘাত মজলুম জনতার
থরথর যে কাঁপে খোদার দরবার।


ধনী দরিদ্র, জাতে উঁচু নীচু বিধাতার বিধান পৃথিবীতে,
ঢেলে সাজাবেন, করবেন সমান রোজ কিয়ামতে।