ভীরু ভীরু মণ কাঁপে অণুক্ষণ জানিনা কখন
আসিবে তুমি,
তব আগমণ ঘটিবে যখন ছেড়ে যাব তখন
এই পৃথিবী।
হতে মোর জনম লগন সদায় আছো তুমি
আমার পিছন,
একদিন তুমি করবে জানি জীবণ আমার
চীর সমাপণ।
ছিন্ন হবে সব কিছু আমার ছিল ভবে সম্বল
টুটি বন্ধন,
তুমি আসিবে নিশ্চিত জানি যাবে যে নিয়ে
অচিন পুর,
ভুলে থাকি আমি ভবের মায়ায় ভাবি বুঝি তুমি
অনেক দুর।
বৈভবের পিছে ঘুরিয়াছি মিছে কখনো স্মরিণি
তোমার কথা,
সব কিছু ভবে পড়িয়া রবে তুমি শুধু আমাকেই
নিবে একা।
তব আগমণ ঘটিবে যখন মম আত্মীয় স্বজন
কত প্রিয়জন
চারিপাশে মোর‌ অসহায় রবে, নিষ্ফল আহাজারি
শুধু ক্রন্দন।
নিরব নিথর দেহ খানা মোর বারান্দায় পড়ে রবে
ঢাকা চাদরে,
পাড়া পড়শী ব্যস্ত সবে গোসল দিবে করি তড়িঘড়ি
নিবে কবরে।
বিধাতার বাঁধা অমোঘ বিধান তুমি আসিবে নিশ্চয়
সকলের জীবনে,
জীবন থাকিতে এ কথা যেন ভুলে না কেহ সদাই
থাকে স্মরণে।