খোলা জানালা গলে ভোরের কাঁচা সোনা
রোদ্দুর একফালি
যখন নির্দ্বিধায় আমার বেডরুমে ঢুকে
আলো আঁধারির খেলায় মেতে ওঠে।
মাঝে মাঝে আমি নির্মিমেষ চেয়ে থাকি।
এই আঁধার জগতের বদ্ধ ঘরে
নষ্ট জীবণের একঘেয়েমি আর মায়াজাল,
একটু ব্যতিক্রম অনুভূতি তাই বা কম কিসে।


এই নির্ভেজাল একফালি রোদ্দুর ছাড়া
নিত্য যারা আসে
নেশায় বুদ হয়ে কামনার প্রদীপ জ্বেলে
নিমেষেই নিভে।


এখানে জীবনের মানে খুঁজে কখনও
যায় না পাওয়া।
জীবন বোধের যতগুলি বিশেষণ
সবগুলোই হাওয়া।
এখানে ভালোবাসার প্রেতাত্মারা
উড়ে বেড়ায়
নষ্ট জীবণের গন্ধ শুঁকে আসে,
প্রকাশে বিকৃত ধারায়।
এখানে নেই মান অভিমানের বালাই,
এখানে নেই কোনো স্নেহের বন্ধন, অনুরাগের ছোঁয়া।
প্রয়োজন শুধু সম্বল তাই হয় দেয়া নেয়া।
এখানে নষ্ট জীবন আসে সুখের সন্ধানে
নষ্ট জীবনের ডাস্টবিন ঘেটে কী যে পায়
তারাই শুধু জানে।


থাক এসব ভারী কথা বলবে তারা,
জীবনের পঙ্কিলতার সাথে আমাকে
ছুড়ে ফেলেছে যারা।
আমি শুধু বলবো সেই একফালি রোদ্দুরের কথা।
আমার কক্ষে ঢুকতে যাকে হয়না কমিশন দিতে
সে শুধু আমায় বলে দেখো চেয়ে এই বাতায়ন পথে,
বাইরেটা কত সুন্দর কত খোলা মেলা।