বিরাজে আজি ঘোর অমানিশা
পথিক হারিয়েছে পথ,
দলে দলে, কোন পথে চলে?
নাহি কোন দিশা।


কান্ডারী কোথা?
সাদরে পিয়ে সুধা,
আকূল তৃপ্তিতে, নেশায় রয়েছে বিভোরে।
ঘন কালো মেঘ দলে দলে
উদয়াস্ত ঢেকে চলে,
সূর্য কীরণ করিয়া হরণ, অরুণ বেঁধেছে অসুরে।
ঘোর অমানিশা, নাহি কোন দিশা
পথিক হেঁটে যায়, পথ হারিয়ে।


ব্যধের শরগুলি সব বাগিয়ে আঘাতে
ভোরের পাখি ডাকে সহজাত স্বভাবে।
শয়তানের কালো থাবায় দিগন্ত ঢেকে রয়
কী জানি কী হয় প্রভাতে।
ঘোর অমানিশা, নাহি আলোর দিশা
পথিক হেঁটে যায়, পথ হারিয়ে।