বেলা গেল সন্ধ্যা হলো
ওরে পথিক ভোলা
আপন ঘরে আয়রে ফিরে
পথ এখনও খোলা।
ঘরের মালিক চেয়ে আছে
পথের পানে তোর
পথটি চিনে আয়রে দিনে
খোলা যে তাঁর দোর।
সারা জীবন নিজের কারণ
ঘুরলি পথে পথে
জীবন শেষে পড়বি এসে
গোনাহগারের খতে।
মানুষ হয়ে জন্ম নিয়ে
জন্ম হলো বৃথা
ভোগ বিলাসে রইলি ভুলে
পরকালের কথা।