ভোলা মন ভেবেছ কখন
গভীর নিশী তে,
দেহ ছেড়ে থাকবে কোথায়
গিয়ে পরজগতে।
থাকবে নাতো চক্ষু দুটি
দেখবে কেমনে,
কর্ণ কোথায় পাবে তথায়
প্রাণ জুড়াবে শুনে,
কেমনে কথা বলবে তথা
ওষ্ঠ দু'টি বিনে।
রবেনাতো হাত পা তোমার
কেমনে চলিবে,
দমে দমে দম যে নিতে
কেমনে করে নিবে।
রূপ যৌবণ কোথায় পাবে
গর্ব করিতে।
ভোলা মন ভাবো এখন
বসে নিরালে,
সোনার দেহ ছাড়তে হবে
মরণের কালে।