মস্ত বড় ধনী আমি সম্পদের নাই হিসাব
বিশাল অংকের ব্যাংক ব্যলেন্স
বিলাস বহুল সুইটে আমার বসবাস
তিনটি রোলস রয়েস গ্যারেজে বিদ‌্যমান
পাঁচ কাঠার পাঁচটি প্লটে পাঁচটি বাড়ি আলিসান
আরো রয়েছে তিনটি মার্কেট ভবন বহুতল।
মহাসুখী লোক আমি, সুখ অবিচল
ইচ্ছে হলেই প্রমোদ ভ্রমণ, বিদেশ গমন
করি আমি যখন ইচ্ছা তাই
হাত বাড়ালেই হাতের মুঠোয়
সব কিছু পাই যখন তখন।
সুখ যে আমার সুরের বাঁধন
আষ্টেপৃষ্ঠে বাঁধা অনুক্ষণ।


আমার সুখের নিরবচ্ছিন্ন সুরের তানে
হঠাৎ মাঝে মাঝে বেসুরো এক সুর বেজে ওঠে,
স্পষ্ট শুনতে পাই, খসখসে গলায়,
যেন বলছে আমায়,
এই দিকে আয়, আমার কাছে আয়,
এইখানে তোর পূর্বপুরুষ পূর্বে লয়েছে ঠাঁই।