বোশেখ মাসে নাই রে বৃষ্টি
খরায় ফাটা মাঠ।
খালে বিলে নাই রে পানি
শুকনো নদীর ঘাট।


টিউবওয়েলে নাই রে পানি
তৃষ্ণায় বুক ফাটে
আকাশ পানে চেয়ে চেয়ে
কৃষকের দিন কাটে।


কোথায় গেল কাল বোশেখী
নেইকো মেঘের দেখা,
সূর্য মামার চোখ রাঙানি
ক্ষেত খামারে খাঁ খাঁ।


বনের পাখি ভাসায় আঁখি
তৃষ্ণার জল নাই,
বনের পশু ঝরায় আসু
স্বস্তি কোথায় পায়।


রাস্তা ঘাটে পিচ গলছে
হাঁটার উপায় নাই,
ঘরে বসে কাটায় শ্রমিক
বদলা পাওয়া দায়।


অগ্নি হাওয়া দিচ্ছে ধাওয়া
ধুলাবালি উড়ায়,
রোদের চোটে কাষ্ঠ ফাটে
নদী নালা শুকায়।


আল্লাহ তুমি রহম কর
দুনিয়ার পানে চাও,
সৃষ্টি তোমার কষ্টে আছে
বৃষ্টি ঢেলে দাও।