সকালে উদিত সুর্য, সন্ধ্যায় যায় ডুবে,
রাত্রি শেষে নতুন সকাল আসে আবার ফিরে।
একটি মাসে চন্দ্র কলা পুর্ণতা যে পায়,
ঝতু চক্রে বারটি মাস ঘুরে ঘুরে যায়।
দিন যায় রাত যায় বছর ঘুরে আসে,
বছর যায়, যুগ যায়, শতাব্দী যায় চলে।
জ্ঞানী লোকের চিন্তার বিষয়, কেমনে এমন হয়?
নিয়ন্ত্রণে কেউ না থাকলে, শৃঙ্খলা কি রয়?
বিজ্ঞান বলে, একটি সেকেন্ড এদিক ওদিক হলে
বিশ্বজগত ধ্বংস হতে বিলম্ব না হবে।
আকাশ ফুঁড়ে পানি আসে, ভেবে কি কেউ দেখে,
শুন্য আকাশ এত পানি কোথায় ধরে রাখে?
জমিন ফুড়ে ফসল ওঠে, মানব খেয়ে বাঁচে,
কেউ কি ভাবে বীজের ভিতর সুপ্ত জীবন
কে বা ধরে রাখে?
সব কিছুরই উত্তর আছে পাক কোরানের মাঝে,
তাই তো শুধু মুখস্ত নয়, কোরান পড়,
তরজমাতে বুঝে।