দুঃখ আমার জীবন ভরা দুঃখে জীবন গড়া
দুঃখের বাতি জ্বেলে আমার স্মৃতির পাতা পড়া
দুঃখ আমার হাতের কামাই হাতের দু'টি বালা
দুঃখ আমার আঁধার রাতের তপ্ত অশ্রু মালা
দুঃখ আমার রাতের দোসর প্রহর গোণা বিধুর
দুঃখ আমায় মনের বনে দেয় যে দোলা মধুর।
দুঃখ আমার বন্ধু আপন বন্ধু আনে টেনে
স্বার্থ বিনা পাশে থাকে আমায় ভালো জেনে।
দুঃখ আমার নিত্য আহার এক থালাতে খাই,
সকাল বিকাল নিত্য আকাল যখন যাহা পাই।
দুঃখ আপন নিত্য বসন ছেঁড়া জামা গায়
গোসল করে ভেজা কাপড় গতরে শুকাই।
দুঃখ আমার বসত বাড়ি জায়গা জমি নাই,
দিনের শেষে রাত্রি এলে ফুটপাতে ঘুমাই।
দুঃখ আমার টাকা পয়সা ধন সম্পদ নাই,
চোর ডাকাতের ভয় না করি সুখি আমি তাই।
দুঃখ আমি জয় করেছি দুঃখ মেনে নিয়ে,
দুঃখের সাগর পাড়ি দেব সুখের তরী বেয়ে।