ফুলের বাগানে সাপ ঢুকেছে,
গন্ধ নিবে বলে,
সাধু সাবধান, যেতে পারে প্রাণ
বিষাক্ত সাপের ছোবলে।


বিষের থলি অন্তরে তার
মুখে মধুর সম্ভাষণ
সাধু সেজে নিয়ত দ্বারে
আসিবে যে শয়তান।


হাসির আড়ালে বিষ দাঁত তার
দংশে কখন কারে,
মিষ্টি কথায় ভুলিও না কভু
শতভাগ যাচাই না করে।


না চাহিতে সে যে দিতে চায় আগে,
বুঝিতে তোমার মন,
টোপ গিলিলেই আঁটকে যাবে,
মনে রেখো অনুক্ষণ।


লোভ করোনা কক্ষণো বেশী,
পেতে চেওনা বিনা শ্রম,
শ্রম লব্ধ এক টাকার বরকত
তব হাজার টাকা সম।


বিনা শ্রমে কভু দান করেন না প্রভু,
রাখিও সদায় জ্ঞানে,
যে যার জায়গায় শ্রম দিয়ে যাও,
ধন্য যে হবে প্রতিদানে।