বিধাতার কৃপায় যে জন অন্ধ নয়
তার হৃদয়খানা কখনও নীল হয়না
অন্ধত্বের বেদনায়।
সে তো বোঝেনা দেখতে না পারার কষ্টটুকু,
এ পৃথিবীর অপরূপ সৌন্দর্যের রূপ লাবণ্য,
উপভোগের দৃষ্টি প্রাপ্তিতে মহান শ্রোষ্টা
তার কাছে কতখানি কৃতজ্ঞতা প্রাপ্য।


সে ভাবে না যদি না থাকতো তার দৃষ্টিশক্তি
রঙিন এই পৃথিবীতে কেমন হতো তার অভিব্যক্তি।


সে করে না উপলব্ধি
কীভাবে অন্ধব্যক্তি
কোন মহিমাবলে
রাস্তায় হেঁটে চলে।
কার সহায়তায় নিজ গন্তব্যে পৌঁছে যায়?
নিজেকে একবার ভাবুক না তার জায়গায়।