বেহেশত-দোযখ যেখানেই দাও
হে বিরাট, হে মহান, হে অনন্য,
তোমার বিবেচনায় আমার অস্তিত্ব,
তাতেই আমি ধন্য।


তোমার ইচ্ছাই আমার ইচ্ছা,
তোমার আদালতে আমার কাঠগড়া,
তোমার বিচার এর যোগ্য হয়েছি,
আর কিছু চাই না নিজের জন্য।


তোমার দোযখে তুমি জ্বালাবে,
সৃষ্টি তোমার,
মাঝখানে কিছু নেই, বলতে আমার।


নিঃশ্বাসে তুমি, প্রশ্বাসে তুমি,
তুমি অন্তর্জামি
তোমাতে বিলিন হতে চাই
তোমারই করুণা কামী।


হে মহিয়ান, হে দয়াময়,
দরবারে তোমার মিনতি জানাই,
তোমার ইচ্ছা চিরদিন যেন
আমার ইচ্ছা হয়।
তোমার দেখানো পথখানি ভুলে
কারো হাতছানিতে কখনো যেন
বিপথে না যাই চলে।