প্রভু দয়াময় অপরূপ তোমার
সৃষ্টি অপার
দু'নয়ন ভরে হেরি যতবার
পাই না কিনার,
এ মহাবিশ্ব সৃজিয়াছ নিপুণ
তোমার ইশারা
নিজ কক্ষপথে বিচরণে সদা
চন্দ্র, সূর্য্য,তারা
লক্ষ কোটি প্রাণের বসবাসযোগ্য
করেছ ধরা
এসবই তোমার মহিমা অপার
তোমার করুণা।


পুড়া মাটিতে মানুষ গড়েছ,
জ্বীন আগুন দ্বারা
উভয়ের হিসাব নিবে তুমি আর
সব পাবে ছাড়া।
উদয়াচলের মালিক তুমি
অস্তাচলের যথা
দিন রাত্রি করেছ সৃজন
উভয়াচলের খেলা।
পানি চক্র তুমি সৃজিয়াছ,
মিষ্টি পানি পাই মোরা,
সাগরের পানি তোমার দয়ায়
হয়েছে সব লোনা।
মায়ের বুকের ভালোবাসায়
প্রাণীকূল বেঁচে রয়,
জন্মমাত্র প্রাণীকূল মারা যেত
এমন যদি না হয়।


রব্বুল আ'লামীন,
এসবই তোমার মহিমা অপার
তোমার করুণা।
অকৃতজ্ঞ বান্দা আমি বেঁচে থাকি
তোমার কৃপায়
তবুও তোমারই নাফরমানি
করি অবলিলায়।


তোমাকে ভুলিয়া যে পথে চলিয়া
গোনাহর সাগরে আছি যে ডুবিয়া
ক্ষমা কর প্রভু ক্ষমা কর মোরে
রহমতের মাস এই রমজানে।


০৫ এপ্রিল ২০২৩
মিরপুর, কুষ্টিয়া