বিশ্ব জগত সৃজিলা প্রভু
কোন সে প্রকৌশলে,
তোমার সৃজন সৃজিয়াছ তুমি
কুদরতি তোমার ক্ষমতা বলে।


তোমার সৃষ্টির কূল কিনারা
করিবে সাধ্য কার,
তোমার সৃষ্টির বাইরে কারো
অস্তিত্ব নেই তো আর।


জীবন সৃজিয়া মৃত্যু দিয়াছ
কোন সে ক্রিয়ার ফল,
জীব দেহে না থাকে যদি তা
থাকে না শক্তি বল।
বিস্ময় তোমার সৃষ্টি প্রভু
নিখুঁত প্রকৌশল।


সুপ্ত বীজে জীবণ রহে, কোন সে প্রক্রিয়া
বপনে মাটির ছোঁয়া,
পিয়ে কোন সে সুধা
বিশাল বৃক্ষ হয় উদগত, জমিন যে ভেদিয়া।


ওগো দয়াময় সৃষ্টি তোমার মহাবিস্ময়
মোরা ভাবিনা
তাই জানিনা,
সৃষ্টির মাঝে রেখেছো তুমি তোমার পরিচয়।