মাদক সেবায় মত্ত যে রয়
পরিণতি যায় ভুলে।
সম্পদ যায় অল্প দিনে
দেহ শ্মশান কূলে।


টাকার নেশায় টাক মাথাতে
রোদে রোদে ঘুরে,
টাকার ধান্দা করে আন্ধা
মানবতা যায় দূরে।


জুয়ার নেশায় পেশা হারায়
সম্পদ যায় ক্ষয়ে,
অল্প দিনে রাস্তায় বসে
ছেলে মেয়ে লয়ে।


বিয়ের নেশায় বুড়ো পাগল
বয়স গেলে চলে,
ঝাটা পেটা হয় কপালে
বৌ এর পদতলে।


জমির নেশায় কৃপন পাগল
লজ্জা শরম ধুয়ে
টাকা পয়সা জমায় কেবল,
পরিবার না খেয়ে।


প্রেমের নেশায় পাগল প্রেমিক
কাজ কর্ম ফেলে
রাস্তায় বসে সময় কাটায়
দুনিয়াদারি ভুলে।


ঘুষের নেশায় অমলা পাগল
ফাইল রাখে গুনে,
ফাইল প্রতি নেয় যে টাকা
অন্যায় জেনে শুনে।


সুদের নেশায় মহাজনের
চোখ চক চক করে,
গরীব দুঃখীর টাকা নিতে
পিছে পিছে ঘুরে।


ঠুলি পরে উকিল বাবু
ঘুরে কোর্টের পাশে,
একটা দুটা ক্লায়েন্ট কখন
মুরগী হয়ে আসে।


রূপের নেশায় করবে পাগল
এই বাসনা নিয়ে
রাস্তা দিয়ে যায় যে নারী
পর্দা হীনা হয়ে।


লাভের নেশায় মজুতদারের
মাথায় বিকার ওঠে
সয়াবিন তেল মজুদ করে
বক্র হাসি ঠোঁটে।


যাত্রীর নেশায় হেলপার ভাই
মিছামিছি কষে
বাসের গায়ে থাপ্পড় দেয়
শব্দ দূষণ করে।


পদের নেশায় মন্ত্রী মশায়
ন্যায় অন্যায় ভুলে
উল্টা পাল্টা কথা বলে
পরিণতি যায় ভুলে।


নেশার কথা কত কী যে বলব আমি ভাই,
নেশায় নেশায় জর্জরিত দেশটা এবার বুঝি
রশাতলে যায়।