কী সুধা লাগিয়া চিত্ত ব্যাপিয়া
জ্বলে হুতাশন।
কোন সুদুরের সুর ভাংগা ভাংগা
হৃদয় বীণায় জাগে কম্পন।
কোন আলোক পারাবার হেরিতে চাহি,
অন্তঃচক্ষু মোর ওঠে নাচি নাচি।
কোন সুদূরের বেতার বাণী
হৃদয় দুয়ারে আঘাত হানি,
কি বলিতে চায় বুঝিতে নারি,
মনে হয় চিনি, চিনিতে না পারি।


বক্ষ বিদারী আর্তনাদ কিসের লাগিয়া
আজি উঠিছে দুকূল হৃদয় ছাপিয়া
গুমরি গুমরি একি হাহাকার
হৃদয় তনু মোর করি একাকার
চঞ্চল হিয়া মোর মিলিতে উতল
গিয়া মহাশুন্যের কোন সে অতল।


ব্যকুল মন প্রাণ
শুনি কোন আহ্বান
মিলনের তরে আকুলি বিকুলি,
চিত চঞ্চল,
ভাঙ্গে নিষ্ফল
হৃদয় জোয়ারে ঢেউ তুলি।
তারে মনে হয় চিনি, চিনিতে না পারি।


অশান্ত যে আজি আপন হিয়া
গহণ বিজন জঙ্গলে বসিয়া
জাগতিক শত ব্যস্ততা ত্যজি
মহাজাগতিক মাঝে আপনা খুঁজি।