ভালোবাসা শব্দটি সামনে এলে
সহসা সামনে দাঁড়াও কোথা থেকে এসে?
দুর্ভেদ্য দেয়াল তুলে চেয়ে থাকো অপলকে।
চোখে চ্যালেঞ্জ পারলে টপকাও।


সেদিন যবে দেয়াল তুলে পালালে ওপারে গিয়ে,
এতদিন পরে জরাজীর্ণ না হয়ে
সে দেয়াল আজি আরো মজবুত
শত চেষ্টা করি ভাঙ্গিতে না পারি, টপকাতে নারি
এ কী মুসিবত।


ভালোবাসায় সবার সমান অধিকার
বিধাতা তোমায় দেয়নি একার
তবে কেন এই ফ্যাসিবাদ
মানিনা, মানবোনা
বেঁচে থাকাই মোবারকবাদ।


ভালোবাসার সকল বাধন ছিন্ন করে
সবকিছু পিছু ফেলে
সেদিন যবে অবলীলায় চলে গেলে
তবে কেন এই ফ্যাসিবাদি দেয়াল তুলে দিলে?
আমার কি নেই অধিকার?


ভালোবাসা শব্দটি সামনে এলেই
আমার চোখে কেন ভেসে উঠবে
হাসপাতালের বেডে সামনে ঝুঁকে
অবিরাম বসে থাকা এক অবয়ব,
অপলক চেয়ে থাকা সকরুণ দুটি চোখ?
সম্মুখে অসীম পারাবার।


প্রহরগুলি যত লম্বাই হোক,
গুনতে গুনতে একদিন শেষ হয়ে গেল
দেয়াল তুলি সামনে আমার।।